দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও জাকার্তা পুনরায় বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (বিআই-পিটিএ) ৫ম রাউন্ডের আলোচনা শুরুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পরারাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো বিদায়ী সাক্ষাৎ করতে এলে বিষয়টি আলোচনায় উঠে আসে।
বৈঠকে পররাষ্ট্র সচিব দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী করতে বিমান যোগাযোগ ও বাংলাদেশি নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পুনরায় চালুর ওপর জোর দেন।
পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, পর্যটন, যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
উভয়েই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো বিষয়ে পর্যালোচনার জন্য ২০২৫ সালের শুরুর দিয়ে সেকেন্ড ফরেন অফিস কনসালটেশনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তারা ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধ পণ্যের সম্ভাবনা এবং বাংলাদেশ থেকে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জাকার্তায় ফেরার পর বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বিদায়ী রাষ্ট্রদূত সুবলোর সম্মানে বিদায়ী মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
বাংলাদেশ সময়: ২৩:১০:৩৮ ৪৫ বার পঠিত