বরগুনা পৌরসভার সিরাজ উদ্দিন সড়কের আবাসিক হোটেল প্রিন্স টাওয়ারের নীচ থেকে শনিবার রাত ১১টার দিকে ৬টি বিয়ার ও ১০০ গ্রাম গাঁজা ও প্রাইভেট-কারসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিরা ‘ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)’ স্টিকার সংবলিত একটি লাল রংয়ের গাড়িতে ওই মাদকদ্রবসহ অবস্থান করছিলো।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানিয়েছেন, আটকরা হলো ঢাকা মিরপুরের অস্থায়ী বাসিন্দা ও উত্তর সিটি করপোরেশন এ মেকানিক পেশায় কর্মরত মো. আসিফ, ভোলা জেলার লালমোহন উপজেলার চর উম্মত ইলিশা কান্দি নামক এলাকার বাসিন্দা গাড়ি চালক মো. শাহাবুদ্দিন ও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গাড়ির চালক মো. গোলাম মাওলা।
গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গাড়ি ব্যবহার করে একটি চক্র নিয়ে ঢাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়ে বরগুনায় আছে এমন তথ্য রয়েছে ডিবি’র কাছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্টিকার লাগানো গাড়িটির নম্বর হলো ‘ঢাকা মেট্রো চ ১১-৭৫৩৬’।
ওসি-ডিবি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৭ ৩৬ বার পঠিত