জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আন্তঃজেলা চক্রের ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া।
গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন - ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পানচারুথী গ্রামের আহমেদ আলীর ছেলে আব্দুল হান্নান(৪৫) ও একই জেলার মুক্তাগাছা উপজেলার সাহাপুর জনকা বাজার এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া (২৯)।
থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, অস্ত্রধারী কিছু ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে শনিবার(১০ নভেম্বর) দিবাগত রাতে আনুমানিক আড়াইটার বাউসি বাঙ্গালিপাড়া সোলাইমানের বাড়ীর সামনে পাকা রাস্তার পাশে সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য অবস্থান করছিল।
পরে এসংবাদ পুলিশ জানতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় এবং দুইজন ডাকাত সদস্যকে জনতার সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিরা পুলিশের উপস্থিতিতে পেয়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।
এ সময় ধৃত আসামিদের কাছে একটি সাদা রংয়ের পুরাতন মডেলের টয়োটা করোলা প্রাইভেটকার, একটি লোহার তৈরি তালা কাটার, দুইটি লোহার পাইপ ও একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
ওসি চাঁদ মিয়া আরও বলেন, গ্রেফতারকৃত আঃ হান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও দস্যুতাসহ মোট নয়টি ও সোহাগের নামে জুয়া ও দস্যতাসহ মোট দুইটি মামলা রয়েছে। আসন্ন শীতকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮:১৪:২৪ ১৬৫ বার পঠিত