জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে অটো সহ দুজন অটো চোরকে আটক করে পুলিশে কাছে হস্তান্তর করেছে জনতা। পরে আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত ওসি চাঁদ মিয়া।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে আরামনগর বাজারে অটো চালক নিরব মিয়া তার অটোরিকশাটি রাস্তার পাশে রেখে এক বস্তা কাঁচা মরিচ নিয়ে বাজারের ভিতরে যায়। দশ মিনিট পরে এসে দেখে তার অটোরিকশাটি আর নেই।
পরে এদিক সেদিক খোঁজাখুঁজি করে না পেয়ে তার মালিক রবিউল ইসলাম কে ফোন করে বিষয়টি জানালে তিনি তৎক্ষণাৎ থানায় গিয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
পরে বাউসি পপুলার এলাকায় অটোরিকশা সহ দুইজন অটো চোরকে আটক করা হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জব্দকৃত অটোসহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার হায়েদপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোশাররফ হোসেন(২৫) ও চক বেলতৈল গ্রামের তাছের আলীর ছেলে হাবিবুর রহমান(১৯)।
অটো চালক নিরব মিয়া বলেন, মাত্র দশ মিনিটের ব্যবধানে তারা আমার অটোগাড়ীটি চুরি করে নিয়ে যায়। পরে ঘন্টাখানেকের মধ্যে বাউসি পপুলার এলাকা থেকে চোরসহ বাড়ীটি উদ্ধার করা হয়।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়ে স্থানীয় জনতা সহযোগিতায় অটোসহ দুই চোরকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫১:৪৭ ১০ বার পঠিত