বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ের সীমান্ত এলাকায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী হানজুরাই পাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, কেএনএফের ইউনিফর্মধারী একটি সশস্ত্র দল পাহাড়ি ঝিরি অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে যাচ্ছিল। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল তাদের দেখতে পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় অতর্কিত আক্রমণে কেএনএফ সন্ত্রাসীরা বেকায়দায় পড়ে নিজস্ব অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম রেখে দিকবিদিক পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে বিজিবি টহল দল সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্মসহ আরও অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।
উল্লেখ্য, কেএনএফ সন্ত্রাসী দল বেশ কিছুদিন ধরে বান্দরবান ও এর আশপাশের এলাকায় ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন প্রকার সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল। তাদের নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৮:২০ ১৪ বার পঠিত