বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

জামালপুরে প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



জামালপুরে প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সুইট সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) সকালে সুইট সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মাঠে ১৯টি ইভেন্টে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ১২০জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এতে জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনিছুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ এর
নির্বাহী সচিব আবুল হোসেন সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন, সুইট বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সাবেক সভাপতি আমিমুল এহসান শাহিন, সাবেক অর্থ সচিব রশিদুজ্জামান লেবু, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক ও দাতা সদস্য আবুল হোসেন (বিএসসি)।

এসময় সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সাবেক সহ-সভাপতি আসাদুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠ করা হয়। খেলা শেষে ১৯টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১২   ৫৭ বার পঠিত