নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়নের ঢাকেশ্বরী এলাকায় মা এন্টারপ্রাইজ নামের একটি তুলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কারখানার মেশিনপত্র, তুলা ও কাঁচামাল পুড়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বেলা দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও পরবর্তীতে তা জানানো হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪১:০০ ৪৮ বার পঠিত