নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিকাল ৪ টায় বিশনন্দী ফেরিঘাটের যাত্রী ছাউনীর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রবিউল হাসানের ছেলে আব্দুল্লাহ আল ফারদিন (২৫)।
র্যাব-১১ এর টহল টিম দৃত আসামিদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে পৌনে সাতটায় এজাহারসহ আসামিদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান র্যাব-১১ কর্তৃক আটককৃত মাদকসহ ২ জন আসামিকে থানায় হস্তান্তর করেছেন। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪৫:২৫ ২৫ বার পঠিত