বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তার ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে এখনও চর্চার শেষ নেই অনুরাগীদের। স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে অর্ধশতাব্দীর বেশি সময় এক ছাদের তলায় কাটিয়ে ফেললেন তিনি। তাদের সন্তান অভিষেক বচ্চন ও তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও বি-টাউনের সর্বাধিক জনপ্রিয় ও চর্চিত দম্পতির তালিকায়।
কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনও চর্চা হয় অমিতাভকে নিয়ে; তার অতীতকে নিয়ে। বহু পুরোনো জল্পনা, ১৯৭৩ এ জয়া বচ্চনকে বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অমিতাভ। সেখানে অমিতাভের সবচেয়ে চর্চিত প্রেমিকা ছিলেন অভিনেত্রী রেখা।
বিভিন্ন সময় অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথা খোলাখুলি জানান দেন রেখা। যদিও এসব আলাপ বহু পুরোনো। অবশ্য এখন তাদের আগের মতো যোগাযোগও নেই। কিন্তু খবর পাওয়া গেল, এখনও নাকি অমিতাভের খোঁজ রাখেন রেখা; রাখেন চোখে চোখে!
এবার কপিল শর্মার অনুষ্ঠানে রেখা আসতেই উঠল অমিতাভ প্রসঙ্গ। কপিল অভিনেত্রীকে জানান তার সঙ্গে অমিতাভের ‘কন বানেগা ক্রোড়পতি’তে সাক্ষাতের মুহূর্তের কথা। কপিলের মায়ের সঙ্গে অমিতাভের কথোপকথনের প্রসঙ্গে টানতেই, জবাব আসে রেখার পক্ষ থেকে। অভিনেত্রী জানান, তিনি ‘কেবিসি’-র প্রতিটি পর্বই দেখেন। সমস্ত সংলাপ নাকি মুখস্থ তার। বেশ কয়েক বছর আগে রেখা বলেছিলেন, ‘অমিতাভকে ভালোবাসার জন্য তার সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই। মাঝে মধ্যে কোনও অনুষ্ঠানে দেখা হয় সেটাই অনেক আমার কাছে।’
দীর্ঘ ফিল্মি গ্রাফে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ রেখা কিংবদন্তি। ৭০ বছর বয়সেও তিনি তন্বী। তার সৌন্দর্য, সাজ আজও নজর কাড়ে যে কোনও অনুষ্ঠানে।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৩ ২১ বার পঠিত