মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত

বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টায় বন্দর থানার মাহামুদনগরে ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রতিষ্ঠানটিতে আসেন রাষ্ট্রদূত। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

প্রতিনিধি দল কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের নবনির্মিত ৩৫টি বাণিজ্যিক ড্রেজার জলযান প্রকল্প ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল এবং ম্যানেজার মো. মহসিন।

রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশ নেন এবং মতবিনিময় সভায় যোগ দেন। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩২   ২২ বার পঠিত