বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

৬ বছর পর মুক্তি পাচ্ছে বাপ্পির হরর সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৬ বছর পর মুক্তি পাচ্ছে বাপ্পির হরর সিনেমা
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



৬ বছর পর মুক্তি পাচ্ছে বাপ্পির হরর সিনেমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তারুণ্যের প্রতীক হয়ে আসা এই নায়ক বেশ কিছু জনপ্রিয় কাজ করলেও একটা সময় কাজ থেকে কিছুটা দূরে সরে যান তিনি। সর্বশেষ ‘শত্রু’ সিনেমা দিয়ে পর্দা ভাগ করে নেন বাপ্পি। তবে সর্বশেষ তার শুটিং করা ‘ডেঞ্জার জোন’ আলোর মুখ দেখতে পারেনি। চলতি মাসেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলেই খবর প্রকাশিত হয়েছে।

‘ডেঞ্জার জোন’ সিনেমাটি সায়েন্স ফিকশন-হরর ঘরানার। অর্ধযুগের বেশি সময় আগে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশের পর ছবিটি আলোচনায় আসে!

তার আরও দুই বছর পর ২০১৯ সালে শেষ হয় শুটিং! অবশেষে বেলাল সানি পরিচালিত সেই ‘ডেঞ্জার জোন’ ছবিটি আলোর মুখ দেখতে চলেছে! এতে বাপ্পির বিপরীতে আছেন চিত্রনায়িকা জলি।

বাপ্পি বলেন, ‘গত মাসের ১০ তারিখে সেন্সর সার্টিফিকেশন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ডিসেম্বর দর্শক ছবিটি হলে গিয়ে দেখতে পারবেন।’

নির্মাতা বেলাল সানি জানান, ‌বহু বাধা-বিপত্তির কারণে ‘ডেঞ্জার জোন’ ছবিটি দর্শকের দোরগোড়ায় নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে। আগের প্রযোজক ছবিটি মুক্তি দিতে বিলম্ব করেছে। টাইম মিডিয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। তাই নতুন উদ্যমে ‘ডেঞ্জার জোন’ দর্শকের সামনে আসছে।

বাপ্পি-জলি ‌‘ডেঞ্জার জোন’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও আলোচিত চিত্রনায়িকা জলি।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৫   ২১ বার পঠিত