কুমিল্লা মুক্ত দিবস আজ ৮ডিসেম্বর। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী মুক্ত হয় কুমিল্লা। ৭ ডিসেম্বর রাত ব্যাপী সম্মুখ সমরে পরাজিত পাকিস্তানী বাহিনী পালিয়ে যায়। ৮ তারিখ মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ অভিযানে মুক্ত হয় কুমিল্লা। মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে মুক্তির স্বাদ পায় কুমিল্লার মানুষ।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সামরিক বাহিনী সারাদেশের মতো কুমিল্লায়ও নিরস্ত্র বাঙ্গালীর উপর ঝাঁপিয়ে পড়েছিলো হায়েনার মতো। কেঁড়ে নিয়েছিলো হাজারো প্রাণ। হায়েনারা কুমিল্লার দুই শীর্ষ সরকারী কর্মকর্তাকে হত্যা করেই ক্ষান্ত হননি, দীর্ঘ ৯মাসের যুদ্ধে এরা হাজারো নিরীহ বাঙালীকে গণহত্যা করে মাটিচাপা দিয়েছিলো।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহরেই হানাদার বাহিনী নির্মম ভাবে হত্যা করে কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। এরপর দীর্ঘ যুদ্ধে পাকবাহিনীর হাতে নিহত হয় কুমিল্লার হাজারো নিরীহ জনতা। কুমিল্লার বিভিন্ন স্থানের অরক্ষিত বধ্যভূমি ও গণ-কবর আজও পাকবাহিনীর বর্বর এ হত্যাযজ্ঞের স্বাক্ষ্য বহন করে চলেছে।
এদিকে কুমিল্লাকে হায়েনা মুক্ত করতেও মরিয়া হয়ে উঠে এ অঞ্চলের বীর যোদ্ধারা। প্রথমে মুক্তি বাহিনী মিয়াবাজার থেকে সুয়াগাজীতে কোম্পানী কমান্ডারের সঙ্গে একত্রিত হয়। পরে সুয়াগাজী হয়ে এয়ারপোর্টে ঢুকে মুক্তি বাহিনী। কুমিল্লা অঞ্চলের দায়িত্বে থাকা ইন্ডিয়ান ৪র্থ কোরের ৫৭ ও ২৩ মাউন্টেন ডিভিশনের সঙ্গে মুক্তিবাহিনীর কে ও এস ফোর্স সম্মিলিতভাবে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। ইন্ডিয়ান ৪র্থ কোরের ২৩ মাউণ্টেন ডিভিশনের মেজর জেনারেল আর ডি হিরার নেতৃত্বোধীন ভারতীয় মিত্রবাহিনী সদস্যদের সহায়তায় মুক্তিযোদ্ধারা ৭ ডিসেম্বর রাতে চারদিক থেকে ঘিরে ফেলে কুমিল্লাকে। সবার অক্লান্ত প্রচেষ্টায় ৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা। ৮ ডিসেম্বর সকাল থেকেই কুমিল্লার টাউন হল মাঠে ঢল নামে মুক্তিকামী জনতার। স্বাধীন দেশে তারা যুদ্ধে বিজয়ী বীর মুক্তি যোদ্ধাদের ফুলেল আমন্ত্রণ জানায় কুমিল্লার পথে পথে। ওই দিন বিকেলে মুক্ত কুমিল্লার প্রথম প্রশাসক এডভোকেট আহাম্মদ আলীর নেতৃত্বে হাজার হাজার জনতার উপস্থিতিতে নগরীর টাউন হল মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যদায় আজ উদযাপিত হচ্ছে কুমিল্লা মুক্ত দিবস। এ উপলক্ষে কুমিল্লা নগরীর টাউন হল থেকে জেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৯ ২৬ বার পঠিত