আজ সোমবার (৯ ডিসেম্বর)। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি:
১৭৫৮ - ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়।
১৭৯৩ - নিউইয়র্ক শহড়ের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
১৮৮৩ - ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়।
১৯০৫ - ফ্রান্সে রাষ্ট্র থেকে গীর্জা পৃথকীকরণ আইন পাশ হয়।
১৯১৭ - ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
১৯১৭ - প্রথম মহাযুদ্ধে তুরস্কের ওসমানীয় সরকারের সেনারা ফিলিস্তিনে ইংরেজ সেনাদের কাছে পরাজিত হয়।
১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে ফিল্ড মার্শাল এডমুন্ড অ্যালেনবি জেরুজালেম দখল করেন।
১৯২৪ - কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা, ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।
১৯৬১ - ট্যাঙ্গানিকা বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬৪ সালে ট্যাঙ্গানিকার সঙ্গে যোগ দেয় জান্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জান্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিক অব তান্জানিয়া।
১৯৭১ - সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।
১৯৮৭ - অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনী জনগণের ইন্তিফাদা গণজাগরণ শুরু হয়।
১৯৯১ - ইউরোপীয় কমিউনিটি ১৯৯৯ সালের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়।
১৯৯৬ - সালের এই দিন থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিশ্ব সংস্থার প্রথম মন্ত্রী সম্মেলন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।
১৯৯৭ সালের এই দিন থেকে ১১ তারিখ পর্যন্ত ইসলামী সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের রাজধানী হেহরানে অনুষ্ঠিত হয়।
১৯৯৭ - চীনের গণ মুক্তি ফৌজের উপ-প্রধান (ডেপুটি চিফ অব দি জেনারেল স্টাফ) লেফ্টেন্যান্ট জেনারেল সিয়োং কুয়াং খাই মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে চীন-মার্কিন দুদেশের প্রতিরক্ষা দপ্তরে পরামর্শ করেন।
জন্ম:
১৪৮৪ - দৃষ্টিহীন হিন্দি কবি সরুদাস।
১৬০৮ - বিশ্বখ্যাত ইংরেজ কবি জন মিল্টন।
১৭৪২ - সুইডেনের বিখ্যাত রসায়নবিদ কার্ল উইলহেম শিল।
১৮৬৫ - ফরাসি গণিতবিদ জাক হাদামার্দ।
১৮৮০ - উনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
১৯২০ - ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী কার্লো আজেলিও চিয়াম্পি।
১৯৩৮ - বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলী।
১৯৪১ - খ্যাতনামা ইংরেজ ফুটবলার জিওফ্রে চার্লস হার্স্ট।
১৭৪৮ - ফরাসি রসায়নবিদ ক্লাউড লুই বার্থোলে।
১৯৭৮ - আর্জেন্টিনার পেশাদার টেনিস খেলোয়াড় গাস্তন গাউদিও।
১৯৮১ - ভারতীয় মডেল এবং অভিনেত্রী দিয়া মির্জা।
মৃত্যু:
১৯১৬ - জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।
১৯৩২ - উনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
১৯৪১ - রাশিয়ান লেখক ও দার্শনিক দিমিত্রি মেরজোকোভস্কি।
১৯৪২ - উত্তর চীনের জাপানী আক্রমন বিরোধী ঘাঁটিতে আন্তর্জাতিক যোদ্ধা কোটনিস।
১৯৫৫ - জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
দিবস:
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস৷
আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস৷
জাতীয় রোকেয়া দিবস৷
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৮ ১৪ বার পঠিত