মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



নারায়ণগঞ্জে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা : গ্রেফতার ২

জেলার সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী। এর আগে সোমবার দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার আষাড়িয়ার চর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন (২৫) ও পাশের গ্রামের বাসিন্দা মোবারক হোসেন (৫০)।

ওসি বলেন, এ ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে বিল্লাল ও মোবারক নামে দুইজনকে গ্রেফতার করেছি। তারা স্থানীয় পেশাদার ছিলতাইকারী। তাদের দুজনের নামেই একাধিক ছিনতাই মামলা রয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ৮ সমন্বয়ক। মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের গাড়ি রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে মাইক্রোবাসের জানালার কাঁচ ভেঙে দেয়। গাড়ির ভেতরে থাকা সমন্বয়কদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ সহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় কয়েকজন সমন্বয়কারী আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫১   ৩৯ বার পঠিত