মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জনবান্ধব ভূমি সেবা পেতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতি মাসে অনলাইনে দেশে প্রায় ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তি হচ্ছে। তিনি অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সৃজিত ও মানোন্নীত সফ্‌টওয়্যারের মাধ্যমে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আজ ঢাকায় ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব ভূমি সেবার জন্য সৃজিত ও মানোন্নীত দ্বিতীয় ভার্সনের ৫ টি সফ্‌টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ দুর্নীতি ও ঝামেলামুক্ত ভূমি সেবাদানে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে করে ভূমি খাতের মামলা-মোকদ্দমা ও হানাহানি দূর হবে। মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে সক্ষম হবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের এ. জে. এম. সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সভায় সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ বিভিন্ন জেলা থেকে ভার্চুয়ালি যোগদান করে ভূমি নাগরিক সেবার পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

পরে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২১:৫১:১৩   ৩২ বার পঠিত