চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচ হেরে সেরা আটের লড়াই থেকে অনেকটা দূরে সরে গেছে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ম্যাচে আতালান্টার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইতালিয়াম ক্লাবটির বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে আতালান্টাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন দুই ব্রাজিলিয়ান সুপার স্টার ভিনিসিয়ুস ও রদ্রিগো। রিয়ালের হয়ে এমবাপ্পে, বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস একটি করে গোল করেন।
এদিন ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এমবাপ্পে। দশম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস বক্সের মুখে নিযন্ত্রণে নেওয়ার মাঝেই রক্ষণের শেষ বাধা টপকে, কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি তারকা। ইউরোপ সেরা প্রতিযোগিতায় বিশ্বকাপজয়ী তারকার মোট গোল হলো ৫০টি।
চার মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এমবাপ্পে তবে এবার তার বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ভীতি ছড়াতে থাকে আতালান্টা। প্রথম ৩৫ মিনিটের মধ্যে গোলের জন্য রিয়ালের চেয়ে বেশি সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে তারা, যদিও গোলরক্ষক থিবো কোর্তোয়ার তেমন কঠিন পরীক্ষা নিতে পারছিল না দলটি।
এর মাঝেই বড় একটা ধাক্কা খায় স্প্যানিশ জায়ান্টরা। চোট পেয়ে ৩৬তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।
প্রথমার্ধ শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড কেবল বাকি। সেই সময়ে বক্সে প্রতিপক্ষের জিয়াদ কোলাসিনাচকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অহেলিয়া চুয়ামেনি আর পেনাল্টি পায় আতালান্টা। দারুণ স্পট কিকে সমতা টানেন বেলজিয়ান ফরোয়ার্ড দে কেটেলার।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও বিধ্বংসী হয়ে ওঠে স্বাগতিকরা। তিন মিনিটের মধ্যেই দুটি আক্রমণ করে আতালান্টা। ৫৪তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা, বক্সের বাইরে থেকে লুকমানের শট ঝাঁপিয়ে ফেরান কোর্তোয়া। তবে এরপরই হোঁচট খায় আতালান্টা।
৫৬তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে দলকে ফের এগিয়ে নেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে আসা বল বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তিন মিনিট পর দলের ব্যবধান ৩-১ করেন ইংলিশ ফুটবলার বেলিংহ্যাম। ভিনিসিয়ুসের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে এক ঝটকায় প্রতিপক্ষের একজনকে ফাঁকি দিয়ে নিচু কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বেলিংহ্যাম।
এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে আতালান্টা। সফল্য পেতেও দেরি করেনি তারা। ৬৫তম মিনিটে বক্সে লুকাস ভাসকেসের বাধা সামলে নিচু জোরাল শটে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন নাইজেরিয়ার ফরোয়ার্ড লুকমান। সমতায় ফেরার জন্য সফরকারীদের আরও চেপে ধরে আতালান্টা।
তাদের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে পড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অনেক সুযোগ নষ্টের ভিড়ে একেবারে শেষ সময়েও পরিষ্কার সুযোগ পায় তারা; কিন্তু কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন মাতেও রেতেগি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এতে চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচ খেলে ৬ জয়ে ১৮ নিয়ে শীর্ষে আছে লিভারপুল।
বাংলাদেশ সময়: ১৬:১৫:১৫ ১২ বার পঠিত