বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আমরা দেখেছি, তারা (আওয়ামী লীগ এবং ছাত্রলীগ) সোমবার (বিজয় দিবস) কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু সেগুলো হয়নি।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা সজীব ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে এক ফেসবুক পোস্টে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এনিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যে কোনো সময় বিশৃঙ্খলা করতে পারে, সেই সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত না তারা পুরোপুরি এলিমিনেটেড (নিশ্চিহ্ন) না হয়, ততক্ষণ তারা এই অপচেষ্টা চালিয়ে যাবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক অবস্থায় রয়েছে এ বিষয়ে।
সভার সিদ্ধান্ত নিয়ে আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।
উপদেষ্টা বলেন, এসবের বাইরেও কিছু বিষয় নিয়ে যেমন, গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার জন্য, আমরা কিছু এক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তার ফলাফল হয়তো আপনারা দেখতে পাবেন।
এ সময় এক প্রশ্নের উত্তরে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছে এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছে এবং মিছিল করার চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে সরকার সতর্ক আছে।
তিনি ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা গতকালকে একটা ছবি পেয়েছি ছবিটা কতটুকু সত্য এ বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে যে এটা অন্য কোন সময়ের ছবি বা ওইখানে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সেটা এডিটেড, এ ধরনের ইনফরমেশন এসেছে।
‘তবে আমরা দেখেছি যে, আগামীকালকেও (১৬ ডিসেম্বর) তারা কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে কোনো কর্মসূচি হয়নি। আমরা আমাদের দিক থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেছি’ আরও যোগ করেন আসিফ মাহমুদ।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:০১ ১৩ বার পঠিত