বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

আলেম-ওলামারা স্বৈরশাসকের হাতে অনেক নির্যাতিত হয়েছে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলেম-ওলামারা স্বৈরশাসকের হাতে অনেক নির্যাতিত হয়েছে: গিয়াসউদ্দিন
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



আলেম-ওলামারা স্বৈরশাসকের হাতে অনেক নির্যাতিত হয়েছে: গিয়াসউদ্দিন

বাংলাদেশের আলেম-ওলামারা অনেক সময় স্বৈরশাসকের হাতে নির্যাতিত হয়েছেন। এ ধরণের জুলুম মহান স্রষ্টার অসন্তুষ্টি ডেকে এনেছে। এ কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, যা কেউ কল্পনাও করেনি।’

বুধবার (১৮ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। জামি’য়া ইসলামিয়া হযরত বেলাল হাবশী (রা.) মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআইটি জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল।

সভায় গিয়াসউদ্দিন বলেন, সন্তানদের মাদ্রাসায় পড়াবেন যেন তারা দ্বীন, আল্লাহ এবং নবীর জীবন সম্পর্কে জানতে পারে। তারা যেন ইহকাল ও পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। সন্তানদের ভালো মানুষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২০:০০   ৭ বার পঠিত