বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ ছয়মাস পর ডোয়াইল পরিষদে ভিজিডি চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘ ছয়মাস পর ডোয়াইল পরিষদে ভিজিডি চাল বিতরণ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



দীর্ঘ ছয়মাস পর ডোয়াইল পরিষদে ভিজিডি চাল বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দীর্ঘ ৬ মাস পর ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গণ হতে তিনশত ৫৭ জন কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, ইউপি সদস্য আজাহার আলী, মহিলা মেম্বার ডলি আক্তার সহ আরও অনেকেই।

এসময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন পরিষদে অনুপস্থিত থাকায় তিনি মুঠোফোনে জানান, দীর্ঘদিন চেয়ারম্যান মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব থাকায় চাল বিতরণ করা হয়নি। নতুন দায়িত্ব পেয়ে বকেয়া ৬ মাসের মধ্যে ৩ মাসের চাল বিতরণ করা হচ্ছে। বাকি চাল পরবর্তীতে উত্তোলন করে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে বলে জানান তিনি।

এছাড়াও ইউপি সচিব রফিকুল ইসলাম রফিক ও ইউপি সদস্য আজাহার আলী বলেন, দীর্ঘদিন পর পরিষদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আজ ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। সকলের সার্বিক সহযোগীতায় পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে। চাল বিতরণকালে ইউপি সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১২:১৯   ৪৭ বার পঠিত