শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

খানপুরে ফার্মেসীতে অগ্নিকাণ্ড, পুড়লো পাশের শরবতের দোকান

প্রথম পাতা » ছবি গ্যালারী » খানপুরে ফার্মেসীতে অগ্নিকাণ্ড, পুড়লো পাশের শরবতের দোকান
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



খানপুরে ফার্মেসীতে অগ্নিকাণ্ড, পুড়লো পাশের শরবতের দোকান

নারায়ণগঞ্জের খানপুর এলাকায় মিথিলা ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনায় পাশের একটি শরবতের দোকানও পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ফার্মেসীতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের শরবতের দোকানে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৬   ১১৪ বার পঠিত