শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বড় ক্লাবের মালিক হতে চান রোনালদো

প্রথম পাতা » খেলাধুলা » বড় ক্লাবের মালিক হতে চান রোনালদো
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪



বড় ক্লাবের মালিক হতে চান রোনালদো

ইউটিউব চ্যানেল খুললেও এখনও ফুটবলই ধ্যানজ্ঞান ক্রিস্টিয়ানো রোনালদোর। ৩৯ বছর বয়সেও খেলে যাচ্ছেন তরুণদের মতো। অবসর যে ঘনিয়ে আসছে, তা তো আন্দাজযোগ্যই।

১৯৯৬ সালে আন্দোরিনহায় হয়েছিল রোনালদোর ফুটবলে হাতেখড়ি। ব্যবসা-বাণিজ্য থাকলেও প্রায় তিন দশক ধরে ফুটবলের সঙ্গেই লেপ্টে আছেন তিনি। এই মৌসুমেও তিনি সৌদি প্রো লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আল নাসর তারকার চেয়ে ২ গোলে এগিয়ে থাকা আল হিলালের মিত্রোভিচের গোলসংখ্যা ১২টি। দুর্দমনীয় রোনালদো বুটজোড়া তুলে রাখার পরও কি ফুটবলকেই অবলম্বন করবেন? অন্যথায় কী করবেন পর্তুগিজ মহাতারকা? কোচ হবেন? এই যমানায় ফুটবল অনুসরণ করা প্রতিটি মানুষেরই এসব উত্তর জানার আগ্রহ থাকার কথা।

দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নেয়ার সময় আংশিক একটা উত্তর দিয়েছেন রোনালদো। আর যা-ই করেন, একটা বড়সড় ফুটবল ক্লাবের মালিক হতে চান তিনি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড়।

রোনালদো বলেন, ‘যদি ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক হই, তবে ক্লাবের সমস্যার সমাধান বের করে ফেলব। কিন্তু আমার বয়স এখনও অনেক কম। সামনে অনেক পরিকল্পনা আছে। কিন্তু একটা বড় ক্লাবের মালিক হবই, আমার কথাগুলো মনে রাখবেন।’

ম্যানচেস্টারের ক্লাবটিতে দুই দফায় খেলেছেন রোনালদো। শেষবার তিক্ততা নিয়েই আল নাসরে যোগ দেন। তবে এখনও রেড ডেভিলদের প্রতি ভালোবাসা রয়ে গেছে তার। রোনালদো বলেন, ‘ইউনাইটেডের সফলতা কামনা করি। কারণ এই ক্লাবটিকে আমি এখনও ভালোবাসি।’

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৯   ১১ বার পঠিত