রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

২৪ ঘণ্টায় ভারত থেকে এলো সাড়ে ৪ হাজার টন চাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৪ ঘণ্টায় ভারত থেকে এলো সাড়ে ৪ হাজার টন চাল
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪



২৪ ঘণ্টায় ভারত থেকে এলো সাড়ে ৪ হাজার টন চাল

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানি করছে সরকার। প্রতিদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাকে আমদানি হচ্ছে চাল।

শনিবার (২৮ ডিসেম্বর) ১১০ ট্রাকে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৯৩ টন চাল আমদানি হয়েছে।

আমদানি বাড়লেও হিলি বাজারে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে চালের দাম।

জানা যায়, শনিবার ভারতের ১১০টি ট্রাকে করে ৪ হাজার ৫৯৩ টন চাল দেশে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার ৬৩ টন, মঙ্গলবার ১৮৭ টন, সোমবার ১ হাজার ৪২২ টন, রোববার ৩ হাজার ৭৪৯ টন চাল আমদানি হয়।

হিলি বাজার ঘুরে দেখা যায়, মোটা জাতের ভারতীয় স্বর্ণা চাল ৫০ থেকে ৫১ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায়। আর চিকন জাতের শম্পা চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি দরে। ফলে দাম বেড়েছে কেজিতে এক থেকে দুই টাকা।

এ বিষয়ে চাল আমদানিকারক দীনেশ পোদ্দার জানান, আমদানির আগে বাংলাদেশের বাজারে লাগামহীন ছিল চালের দাম। আমদানির ফলে বাজার স্বাভাবিক আছে। ওই পরিমাণ দাম বাড়েনি। কিছুটা বেড়েছে ডলারের দাম বাড়ার কারণে।

ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। সেই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয় আমদানি শুল্ক। এরপর ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় চাল আমদানি।

প্রথম দিকে চালের আমদানি কিছুটা কম থাকলেও এখন বেড়েছে। হিলি দিয়ে ভারত থেকে বাসমতী ও নন বাসমতী দুই ধরনের চাল আমদানি হয়।

বাংলাদেশ সময়: ১১:২৫:০২   ১৩ বার পঠিত