সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তান-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত ৮
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪



পাকিস্তান-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, নিহত ৮

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ফের সংঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত চলা সংঘাতে আফগানিস্তানের অন্তত আটজন নিহত হয়েছেন। আর বেসামারিক নাগরিকসহ আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমাবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, শনিবার গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষের সময় আফগানিস্তানের অন্তত আটজন নিহত এবং বেসামরিক নাগরিকসহ ১৩ জন আহত হয়েছে।

গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ক্যাম্পে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলার পর থেকে দুই পক্ষই গুলি বিনিময় করছে।

সংঘাতে পাকিস্তানের এক ফ্রন্টিয়ার কর্পস সেনা নিহত হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আফগান জঙ্গিদের পাকিস্তানে অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টার পর এই সংঘাত শুরু হয়েছিল।

এর আগে গত শুক্রবার রাতেও জঙ্গিরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর জঙ্গিরা আফগান বাহিনীর সাথে যোগ দেয় এবং শনিবার সকালে হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সামরিক পোস্টে গুলিবর্ষণ করে।

আফগান বাহিনী এবং তাদের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের ঘোজগড়ি, মাথা সাঙ্গার, কোট রাঘা এবং তারি মেঙ্গল এলাকায় সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। জবাবে পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগান অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে এবং তাদের সীমান্ত চৌকি ত্যাগ করতে বাধ্য করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৩   ২০ বার পঠিত