ইংলিশ প্রিমিয়ার লিগে হারের স্বাদ পেল দুই জায়ান্ট ক্লাব। ঘরের মাঠে নিউক্যাসলের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে ইপ্সউইচ টাউনের কাছে হেরেছে চেলসি।
ম্যানচেস্টার ইউনাইটেড ০-২ নিউক্যাসল ইউনাইটেড
হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে টানা তৃতীয় ম্যাচে হারল আমোরিমের দল। এই তিন ম্যাচে একটি গোলও করতে পারেনি ইউনাইটেড। সোমবার (৩০ ডিসেম্বর) নিউক্যাসলের কাছে প্রথম ২০ মিনিটের ভেতরেই দুই গোল হজম করে ম্যানইউ।
ম্যাচের চতুর্থ মিনিটে গোলের সূচনা করেন ইসাক। ম্যাচের ১৯তম মিনিটে অ্যান্টনি গর্ডনের ক্রস থেকে হেডে গোল করেন জোলিন্টন। এরপর একের পর এক আক্রমণ করে যায় আমোরিমের দল। তবে ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। ফলে লিগে টানা তৃতীয় ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আগামী রোববার (৫ জানুয়ারি) লিভারপুলের মুখোমুখি হবে ম্যানইউ।
১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নিউক্যাসল।
ইপ্সউইচ টাউন ২-০ চেলসি
এদিকে রাতের আরেক ম্যাচে ইপ্সউইচের কাছে হেরেছে চেলসি। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল মারেস্কার দল। ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইপ্সউইচকে এগিয়ে দেন ডেলাপ। ২৭তম মিনিটে ফেলিক্স চেলসিকে সমতায় ফেরালেও অফসাইডে গোলটি বাতিল করা হয়।
দ্বিতীয় হাফের শুরুতেই দ্বিতীয় গোল পেয়ে যায় ইপ্সউইচ। ৫৩তম মিনিটে ওমারি হাচিনসন ইপ্সউইচের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ইংলিশ এই ফুটবলার চলতি মৌসুম শুরুতেই চেলসি ছেড়ে ইপ্সউইচে যোগ দেন। শেষ পর্যন্ত বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি চেলসি। ফলে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্লুজদের।
১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে চেলসি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে ইপ্সউইচ টাউন।
বাংলাদেশ সময়: ১৭:০৭:২৭ ১৫ বার পঠিত