মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

জামালপুরে হারানো মোবাইল উদ্ধার অতঃপর মালিকদের কাছে হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে হারানো মোবাইল উদ্ধার অতঃপর মালিকদের কাছে হস্তান্তর
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪



জামালপুরে হারানো মোবাইল উদ্ধার অতঃপর মালিকদের কাছে হস্তান্তর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়ার উপস্থিতিতে উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোন নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এসময় সরিষাবাড়ী থানার এসআই আনোয়ার হোসেন,এসআই অনল, এএসআই মোস্তাক আহমেদ, এএসআই সোহেল ও উদ্ধারকৃত মোবাইল মালিকগণ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। পরে মোবাইল মালিকগণ থানায় এসে সাধারণ ডায়েরী করেন। সেই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৫   ৯৯ বার পঠিত