বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সরিষাবাড়ী প্রতিনিধি : “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সমানে রেখে জামালপুরে সরিষবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়। পরে র‍্যালী শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ওয়াকাথন, মুক্ত আড্ডা, ওষুধ ও পথ্য বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।

উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ অরুন পাল।

এসময় একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সাধারণ সম্পাদক আন্নু মিঞা, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক বাদশা ভূঁইয়া, সরিষাবাড়ী প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান সহ সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৯   ৬৭ বার পঠিত