হবিগঞ্জে শিল্পবর্জ্য দূষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পথসভা করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও খোয়াই রিভার ওয়াটার কিপার।
সংগঠনের সদস্য সচিব শরীফ জামিলের নেতৃত্বে শুক্রবার মাধবপুর উপজেলার সাতপাড়িয়া এলাকা পরিদর্শন শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী আব্দুল কাইয়ূম ও বাহার প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিনিধিদল রাজখালসহ সংশ্লিষ্ট গ্রামসমূহে শিল্পবর্জ্য দূষণের ভয়াবহ চিত্র দেখতে পান। এই খালের দূষণ প্রাথমিকভাবে সরাসরি চারটি গ্রামে ব্যাপক মানবিক বিপর্যয় ডেকে এনেছে। তবে এই খালের দূষণ বলভদ্র নদী হয়ে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে।
ধরার সদস্য সচিব ও ওয়াটারকিপার বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, কোন শিল্পকারখানা উৎসে বর্জ্য পরিশোধন না করে যেকোন বর্জ্য প্রাকৃতিক খাল বা জলাধারে নিক্ষেপ করা পরিবেশ আইনে নিষিদ্ধ। হবিগঞ্জের শিল্পদূষণ নিয়ন্ত্রণের উদ্দেশে একটি টিম স্থায়ীভাবে নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে । কিন্তু উক্ত টিম কোন কার্যকর উদ্যোগ নেয়নি।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৫৭ ২৬ বার পঠিত