বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫



বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ৬ দর্শনার্থীকে আটক করেছে বনবিভাগ কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।

আটকরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ এলাকার চার কাপড় ব্যবসায়ী মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন ও সাইফুল ইসলাম এবং দুই নারী মুক্তা ও কল্পনা।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, দুই নারীসহ ছয়জন লাউডোব রিসোর্টে আসেন। সেখান থেকে মঙ্গলবার সুন্দরবনের করমজল ও হাড়বারিয়া এলাকা ঘুরে আসেন। এসময় তারা ১১ কেজি হরিণের মাংস ক্রয় করে মাইক্রোযোগে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা মাইক্রোতে তল্লাশি চালিয়ে ১১ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করেন।

সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, ‘আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দয়ের করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটকদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:৫৪:১৪   ১১ বার পঠিত