বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। বাংলাদেশে মানুষ এটাকে ইতিবাচক হিসেবে নেয়নি। একদিকে ভারতের আধিপত্যকামী ও আগ্রাসী মনোভাব অন্যদিকে বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার শপথ। সেই অর্জনকে তারা (ভারত) অবমূল্যায়ন করে অথবা বুঝতে চায় না। আর বুঝতে চায় না বলেই ভারত এগুলো করে।
বুধবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ভারতের জানা উচিত। বাংলাদেশ ছোট দেশ। কিন্তু বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। এদেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ের যে, তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ কর না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্রপ্রহরী।’
অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করে রিজভী বলেন, যারা প্রকাশ্যে গুলি করে শিশু, তরুণ, যুবকদের হত্যা করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই হত্যাকারীদের কি বিচার হবে না? জুলাই অগাস্টের হত্যাকারীদের সবার আগে গ্রেপ্তার করে বিচারে মুখোমুখি করা উচিত ছিল সরকারের। এ সরকার তো রক্তস্নাত সরকার, কারণ শিশু-যুবক-কৃষক-শ্রমিকদের রক্তের ওপর এ সরকার গঠিত হয়েছে। এ সরকারের দায়িত্ব জনগণের আহারের নিশ্চয়তা দেওয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:১২:২৮ ৩৪ বার পঠিত