শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

জামালপুরে নানা আয়োজনে জাতীয় হাঁটা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নানা আয়োজনে জাতীয় হাঁটা দিবস পালিত
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



জামালপুরে নানা আয়োজনে জাতীয় হাঁটা দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : “সুস্থ রাখতে দেহ যন্ত্র, হাঁটাই হোক মূল মন্ত্র” এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) সকালে বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে সরিষাবাড়ী প্রেসক্লাব থেকে একটি র‍্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মনির সভাপতিত্বে সংক্ষিপ্তভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, সাংবাদিক জহুরুল ইসলাম ঠান্ডু, সোলায়মান হোসেন হরেক, শফিকুল ইসলাম, মমিনুল ইসলাম কিসমত, মিজানুর রহমান মিজান, বাদশা ভূঁইয়া, রাইসুল ইসলাম, স্বপন মাহমুদ, আনিছ, মাসুদ, সাইদ মাহমুদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১২   ৭ বার পঠিত