রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

কারাগারে খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করা হয়েছে: যুক্তরাজ্য বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারাগারে খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করা হয়েছে: যুক্তরাজ্য বিএনপি
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



কারাগারে খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করা হয়েছে: যুক্তরাজ্য বিএনপি

কারাগারে অবস্থান করার সময় বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বিএনপি। বর্তমানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির দিকে। পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে, তবে, শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল থেকে চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

একইসঙ্গে ফিজিওথেরাপি চলছে বলে শনিবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়ার) বেশ কিছু শারীরিক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। মানসিকভাবে ম্যাডাম আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছেন। বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে অনেকটা সুস্থ আছেন।’

নেত্রীর সুস্থতা কামনায় হাসপাতালের নিচে সার্বক্ষণিক ভিড় জমাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তারাও আশা করছেন, খুব শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম জিয়া।

এদিকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নানা অপচিকিৎসা দিয়ে অসুস্থ করেছে আওয়ামী সরকার।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা লন্ডন থেকে বেগম জিয়াকে হত্যার হুমকি দিয়ে গিয়েছেন। এখান থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে স্লো পয়জন দিয়েছে, কষ্ট দিয়েছে। আমরা বিশ্বাস করি ব্রিটিশ ও বাংলাদেশি চিকিৎসকরা মিলে এর অবসান ঘটাবেন এবং খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন।’

বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিংবা অনন্য কোন দেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত নেই বলে জানা গেছে।

যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে এবং মঙ্গলবার বসতে পারে মেডিকেল বোর্ড। যেখান থেকে আসতে পারে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বুধবার (৮ জানুয়ারি) লন্ডন পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয় তাকে।

সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। পুরোপুরি সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বেগম জিয়া।

বাংলাদেশ সময়: ১১:০৬:০৬   ৭ বার পঠিত