রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

প্রতিপক্ষের জালে ম্যানসিটির ৮ গোল

প্রথম পাতা » খেলাধুলা » প্রতিপক্ষের জালে ম্যানসিটির ৮ গোল
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



প্রতিপক্ষের জালে ম্যানসিটির ৮ গোল

এফএ কাপে সালফোর্ড সিটিকে গোলের মালা পরিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন ঘরের মাঠ ইতিহাদে অনিয়মিত মুখদের একাদশে সুযোগ করে দিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। হতাশ করেননি তারা। গুণে গুণে আটটি গোল দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

সাম্প্রতিক ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সিটিজেনরা। অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ডিভিন মুবামা। দীর্ঘদিন গোল খরায় ভোগা জ্যাক গ্রিয়েলিশও এই ম্যাচে খুঁজে পেয়েছেন ফর্ম। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেন জেমস ম্যাকঅ্যাটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক সিটি প্রথম গোল পায় ৮ মিনিটে, স্কোরশিটে নাম তোলেন জেরেমি ডকু। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুবামা। বিরতির আগেই নিকো ও’ রেইলির গোলে আরও এগিয়ে যায় সিটি।

বিরতির পর সিটির আক্রমণ আরও তীব্র হয়। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-০ করেন জ্যাক গ্রিয়েলিশ। এরপর ৬২, ৭২ এবং ৮১ মিনিটে ম্যাকঅ্যাটির দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে আরও বড় লিড পায় সিটি। এর মাঝে ডকু আরেকটি পেনাল্টি থেকে গোল করে বড় জয়ে অবদান রাখেন।

উল্লেখ্য, সালফোর্ড সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকাদের মালিকানাধীন একটি ক্লাব। গ্যারি নেভিল, রায়ান গিগস, ফিল নেভিল, পল স্কোলস, নিকি বাট ও ডেভিড বেকহ্যাম—সবাই মিলে ক্লাবটি পরিচালনা করেন। কিন্তু তাদের এই পরিচিতি সিটির বিরুদ্ধে রক্ষা করার জন্য যথেষ্ট ছিল না।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০০   ৭ বার পঠিত