মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি : ইসি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি : ইসি সচিব
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫



হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি : ইসি সচিব

ইউএনডিপির কাছে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সেইসঙ্গে এবারের ভোটার হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে ইউএনডিপি সহায়তা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব।

সচিব আখতার আহমেদ বলেন, আমরা ইউএনডিপির কাছে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা চেয়েছি, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। তারা এ বিষয়টা পর্যালোচনার জন্য এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বললেন, এখন অংশীজনদের সঙ্গে কথা বলে ১০ দিনের ভেতরে একটা প্রস্তাবনা নিয়ে আবার আসবেন। মূলত আজ কাজের পরিধি ঠিক করে নেওয়ার বৈঠক ছিল। ১০ দিনের মাথায় আবার বসব।

তিনি জানান, ধারাবাহিকভাবে নির্বাচন কমিশনাররা বলেছেন, প্রধান উপদেষ্টা যে আমাদের একটা উইনডো দিয়েছেন, আমরা তার ভেতর কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদের পর ভোটার তালিকা সাধারণীকরণ করার প্রক্রিয়ায় সহায়তা করবে। এ ছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি। তারা ঘরে ঘরে যেয়ে তো তথ্য আনবে না। সে তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে ওরা সহায়তা করবে। সহায়তাটা হচ্ছে কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির কিছু গোল আছে সেগুলোতে তারা সহায়তা করবে। আজ শুরু হলো।

আখতার আহমেদ বলেন, প্রযুক্তিগত বিষয়টা হচ্ছে সফটওয়্যারের কোনো উন্নয়ন যদি করা যায়। তবে ইভিএম নিয়ে কোনো সহায়তা নিয়ে আলোচনা হয়নি। কারিগরি সাপোর্ট, প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধিতে সাপোর্ট চেয়েছি। আরও মাইক্রো লেবেলে ভবিষ্যতে জানতে চাইব। অর্থনৈতিক কোনো সহায়তা চাওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৩   ২০ বার পঠিত