বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আড়াইহাজারে ’তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ’তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



আড়াইহাজারে ’তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

আড়াইহাজার উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. রীতা ফারিহা, একাডেমিক সুপারভাইজার মো. শাহজাহান, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন আরা খন্দকার, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান।

কর্মশালায় অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা, যারা তাদের ভবিষ্যৎ ভাবনা এবং বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ কর্মশালাটি একটি অনন্য উদ্যোগ। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি শ্রেণিকক্ষে ফিরে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার নিজ নিজ অবস্থান থেকে কাজ করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এই কর্মশালা তরুণদের নতুন উদ্যমে দেশ গঠনের স্বপ্ন দেখাবে এবং তাদের চিন্তা-ভাবনায় ইতিবাচক পরিবর্তন আনবে।”

কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৫   ২৬ বার পঠিত