ইতালিয়ান লিগে শনিবার (১৮ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও এসি মিলান। লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেল জুভে। এই জয়ে টেবিলের চারে উঠে এলো টিয়াগো মোতার দল।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও কোনো সুযোগই তৈরি করতে পারেনি জুভেন্টাস। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন এমবাঙ্গুলা। বক্সের ভেতর থেকে বেলজিয়ান উইঙ্গারের ডান পায়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচের ৬৪তম মিনিটেই আবারও গোল করে তুরিনের বুড়িরা। থুরামের পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন টিমোথি ওয়েহ। বাকি সময়ে দুই দলই বেশকিছু ছোট ছোট সুযোগ তৈরি করেছিলো, তবে গোলের দেখা পায়নি। ফলে লিগে এখন পর্যন্ত অপরাজিতই থাকল জুভেন্টাস।
২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে জুভেন্টাস। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে এসি মিলান। এদিকে রোমাঞ্চকর ম্যাচে আটালান্টাকে ৩-২ গোলে হারিয়েছে নাপোলি। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা।
বাংলাদেশ সময়: ১১:৩০:১৭ ৯ বার পঠিত