আবু সাঈদসহ সব হত্যা মামলায় শুধু নামে নয়, মানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম।
সোমবার (২০ জানুয়ারি) আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার মইনুল করিম বলেন, আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে হয়েছে। সে কারণেই তদন্ত করার জন্য সকালে ১২ সদস্যের একটি টিম নিয়ে আমরা রংপুরে এসেছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এ ঘটনায় মামলা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। পরিদর্শনের সময় ঘটনার এস্কেচ ম্যাপ তৈরিসহ ভিসির কনফারেন্স রুমে ঘটনাস্থলে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াও ইলেকট্রনিক্স ডিভাইসের মূলফুটেজ সংগ্রহ করেন ফরেনসিক পরীক্ষা করার জন্য।’
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত হবেন কি না সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন এই প্রসিকিউটর।
ব্যারিস্টার মইনুল জানান, আবু সাঈদ ছাড়াও রংপুরে জুলাই আন্দোলনের সব ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন তারা। যদি প্রয়োজন হয় তদন্তের স্বার্থে পিবিআই এবং পুলিশের সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। তিন দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫০ ১৩ বার পঠিত