রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি অংসুইছাইন চৌধুরী (৬০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা এবং ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
এর আগে ওই মামলারই ২২ নম্বর আসামি মো. জুনায়েদ হোসেন (২৫)-কে সোমবার রাতে কাপ্তাই সদর ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৮ ১২ বার পঠিত