মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



সুনামগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এ ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো. আশরাফ উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আলী প্রমুখ।

এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ১১০ জন ইমাম অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সামাজিক বনায়ণ ও হাসঁ- মুরগি পালনে ৪৫ দিনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে বাছাই করে শ্রেষ্ঠ তিনজন ইমামকে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হবে। সেখান থেকে বাছাই করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় পাঠানো হবে। সেলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে।

ইমাম সম্মেলনের শেষে একই স্থানে সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৭   ১১ বার পঠিত