সুদানের সংঘাতপূর্ণ দারফুরে একটি হাসপাতালে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এতে অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের সবাই ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুদানি কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
শনিবার (২৫ জানুয়ারি) দারফুরের গভর্নর আরকুয়া মিন্নাবি এক এক্স পোস্টে জানান, ‘উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল ফাশারে অবস্থিত সৌদি হাসপাতাল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় হাসপাতালের জরুরি বিভাগের সমস্ত রোগী নিশ্চিহ্ন হয়ে গেছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।’
গভর্নর ওই হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতির ছবিও শেয়ার করেন। এই হামলার জন্য তিনি বিদ্রোহী গোষ্ঠী আরএসএফকে দায়ী করেছেন। তবে এ ঘটনায় আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আফ্রিকার দেশটিতে ২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সুদানি সেনাবাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী আরএসএফ-এর মধ্যে সংঘাত শুরু হয়। এরপর এই সংঘাত দেশটির ১৮টি রাজ্যের মধ্যে ১৩টিতে ছড়িয়ে পড়েছে।
জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এতে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ কোটি ৪০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একাধিক বিশ্ববিদ্যালয়ের চালানো এক গবেষণায় মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার বলে অনুমান করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিরামহীন লড়াইয়ের কারণে দেশটিতে মানবিক সংকট তৈরি হয়েছে। দুর্ভিক্ষ ও খাদ্য ঘাটতির কারণে লক্ষ লক্ষ মানুষ এখন মৃত্যুর মুখোমুখি।
বাংলাদেশ সময়: ১২:২১:৪১ ১৩ বার পঠিত