সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় আব্দুল কুদ্দুছ (৫০) নামের এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছে আগ্নেয়াস্ত্রসহ ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র পাওয়া যায়।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের হায়দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কুদ্দুছ হায়দরপুর গ্রামের আজিজুল্লাহর ছেলে।
ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ শোয়েব বিন আহমেদ বলেন, আসামি আব্দুল কুদ্দুছ গত ২৩ জানুয়ারি গভীর রাতে পাগলা জগন্নাথপুর আউশাকান্দি সড়কের ভববমি এলাকায় ট্রাক্টর ও গাছের গোড়া ফেলে রেখে সড়ক যোগাযোগ বন্ধ করে দুটো বাসে ডাকাতি করে। পরে এলাকাবাসী এগিয়ে ডাকাতদলকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এরপরই তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলাবাহিনী।
বাংলাদেশ সময়: ১১:৩০:৫০ ১১ বার পঠিত