নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারী শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার জালকুড়ির ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম জাহানারা বেগম (৫০)। তিনি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, জাহানারা রাতে বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা বাথরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহানারা মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন খালাসী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩০ ১২ বার পঠিত