রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরে ডিজেএস আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ডিজেএস আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে ডিজেএস আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ডিজেএস আইডিয়াল স্কুলের ১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভাটারা ইউনিয়নের ধোপাদহ জুলারখুপী সাপলেঞ্জা ডিজেএস আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান। এতে সভাপতিত্ব করেন ডিজেএস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর পক্ষে বক্তব্যে রাখেন ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর খান।

বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, স্কুলের প্রধান শিক্ষক নাসরীন জাহান, ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লী, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী রিপোর্টার ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান রাসেল, বেওয়া হাই স্কুল কালিগঞ্জ গাজীপুর এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ হোসেন বাদল, জামালপুর জেলা হিসাবরক্ষক অফিসের অবসরপ্রাপ্ত অডিটর মিজানুর রহমান মন্টু, টাঙ্গাইল জেলার জনবীমা অফিসার আতিকুর রহমান রিপন, ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, বিশিষ্ট সমাজ সেবক সিদ্দিকুর রহমান,নুরুল ইসলাম মাষ্টার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেল। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শেষে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় হাজারো উৎসুক জনতা অনুষ্ঠানটি উপভোগ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় ডিসপ্লে পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক কানন মিয়া এবং নৃত্য পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মারুফ হোসেন মাফি।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৭   ১৫ বার পঠিত