রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

রূপগঞ্জে ৫ শতাধিক সিলিন্ডারসহ গোডাউনে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ৫ শতাধিক সিলিন্ডারসহ গোডাউনে আগুন
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জে ৫ শতাধিক সিলিন্ডারসহ গোডাউনে আগুন

রূপগঞ্জে সিলিন্ডার গ্যাসের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় পুর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, গোয়ালপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে ভাড়া নিয়ে “ব্যালেডিয়াস বিজনেস সলুশন” নামক ব্যানারে চার বছর ধরে সিলিন্ডার গ্যাসের ব্যবসা করছিলেন গোলাম কিবরিয়া। তার দোকানের পেছনে তৈরি করা হয়েছিল একটি গোডাউন, যেখানে বিভিন্ন সাইজের প্রায় ৫ শতাধিক সিলিন্ডার গ্যাস ছিল।

এ বিষয়ে পুর্বাচল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আল মাসুদ গনমাধ্যমকে জানায়, বিকাল সোয়া চারটায় সিলিন্ডার গ্যাসের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। আমরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং দুটি ইউনিটের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৯   ৯ বার পঠিত