শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ম্যানইউ হারাল লেস্টারকে, বায়ার্ন ব্রেমেনকে

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানইউ হারাল লেস্টারকে, বায়ার্ন ব্রেমেনকে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



ম্যানইউ হারাল লেস্টারকে, বায়ার্ন ব্রেমেনকে

এফ এ কাপের বিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুন্দেসলিগায় একই রাতে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে প্রত্যাশিত জয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৪২ মিনিটে ববি ডে করডোভা রেইডের গোলে স্বাগতিকদের সমর্থকদের স্তব্ধ করে দিয়ে লিড নেয় লেস্টার সিটি। রুড ভ্যান নিস্টলরয়ের চওড়া হাশি আর অন্যপ্রান্তে তখন আমোরিমের প্রাণ যায় যায় অবস্থা। তবে, বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

৬৮ মিনিটে সমতা ফেরান জসুয়া জিরকজি। ৫৬ শতাংশ বল দখলে রেখেও গোলের ব্যবধান বাড়াতে পারছিল না রেড ডেভিলরা। অতিরিক্ত সময়ের পথে থাকা ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে সে মাহেন্দ্রক্ষণ। চমৎকার গোল করে দলকে আশার আলো দেখান হ্যারি ম্যাগুয়ের। শুরুটায় অফসাইড মনে হলেও পরে ভিএআরে হয় শেষ রক্ষা। পঞ্চম রাউন্ডে ওঠার উল্লাস আর স্বস্তি তখন সমর্থকদের। ২-১ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখ জয় পেয়েছে ৩-০ গোলে। বাভারিয়ানদের উৎসবের রাতে পেনাল্টি থেকে জোড়া গোল করেন হ্যারি কেইন । এছাড়াও একটি গোল করেন লেরয় সানে।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:২০   ১২ বার পঠিত