জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে শ্রমিকদল নেতা আঃ আজিজ ওরফে সোনা সরদার (৬০) হত্যা মামলার আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) আতশি বেগম(৫৫)কে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার(১০ ফেব্রুয়ারি) বিকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া নিউজ টু নারায়ণগঞ্জকে এতথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চর ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের আনিছুর ও লিটন ডাক্তারের সঙ্গে একই গ্রামের আঃ রশিদ ও আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৭ ফেব্রুয়ারি বিরোধপূর্ণ ওই নিয়ে আবারো ঝগড়া বাঁধে।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
এসময় শ্রমিক নেতা আব্দুল আজিজ মারামারি ছাড়াতে গেলে আঃ রশিদ, আঃ সালাম ও আতশি বেগমসহ তাদের লোকজন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এসময় আব্দুল আজিজ পাশে থাকা কোঁদালের ওপর পড়ে নাকে ও কপাল কেটে মারাত্মক রক্তাক্ত আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে এঘটনায় নিহতের স্ত্রী শিরিনা বেগম বাদী হয়ে ১২ জনকে এজাহারভুক্ত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আতশী বেগমকে গ্রেপ্তার করে।
নিহত আঃ আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, আঃ আজিজ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আতশি বেগমকে পুলিশ গ্রেপ্তার করে এবং রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:২৫:২১ ২৩৫ বার পঠিত