চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেল থেকে খাদ্যপণ্য খালাসে লাইটারেজ জাহাজের সংকট থাকায় নদীতে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মেঘনা ও ধলেশ্বরী নদীসহ দেশের বিভিন্ন নদী বন্দরে এ অভিযান চালানো হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (বন্দর) মোবারক হোসেন মজুমদার, উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন পবিত্র মাহে রমজানে কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য নদীতে নোঙ্গর করা কার্গো জাহাজ দ্রুত চট্টগ্রাম বন্দরে পাঠাতে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে খাদ্যপণ্য বহনকারী বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন করা হয়। জাহাজের মাস্টার, ড্রাইভার, সুকানী, লোড-আনলোড শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলে দ্রুত মালামাল খালাসের নির্দেশ দেওয়া হয়। অভিযানে একটি লাইটারেজ জাহাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, রমজানের আগে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৪১:২৪ ১৮ বার পঠিত