অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২ টা পর্যন্ত অভিযানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও শহরতলীর ঘোষেরচর এলাকার মো. শোকর আলীর সিকদারের ছেলে আল ইমরান মাহামুদ (২৪), মুকসুদপুর উপজেলা খান্দারপাড় গ্রামের জলিল কাজীর ছেলে পনির কাজী (৪৫), একই গ্রামের আনোয়ার কাজীর ছেলে লিংকন কাজী (৪২), কোটালীপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জালাল হোসেন (৫২), একই উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত হামিদ শেখের ছেলে হারুন শেখ (৫৪)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গ্রেফতারদের মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩৭ ৯ বার পঠিত