মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

হাতিয়ায় গ্রেফতার ৩, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » হাতিয়ায় গ্রেফতার ৩, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



হাতিয়ায় গ্রেফতার ৩, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ডেভিল হান্ট’ অভিযানের আওতায় নৌবাহিনীর যৌথ অভিযানে নোয়াখালী হাতিয়ায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাতিয়া থানাধীন ৬নং চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাওসার মিয়ার ব্রিকফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: মো. নবির উদ্দিন, মো. ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপু।

এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মো. নবির উদ্দিন, মো. ইমাম হোসেন ও মো. ফখরুল ইসলাম টিপুকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ), তিনটি একনলা দেশীয় বন্দুক, আটটি কার্তুজ, দুটি ককটেল, দুটি ডেগার, তিনটি কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। যৌথ এ অভিযানে নৌবাহিনীর সঙ্গে কোস্ট গার্ড ও পুলিশ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৪   ৯ বার পঠিত