বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ মামলা
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩ মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যানজট নিরসন, লাইসেন্সবিহীন বেপরোয়া বাইকারদের দৌরাত্ম্য এবং ফিটনেসবিহীন মোটরযান ঠেকাতে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয় এবং ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দড়িকান্দি-ইছাখালী সেতুর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান শাহেল।

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান শাহেল জানান, দীর্ঘদিন ধরেই রূপগঞ্জে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন অবাধে চলাচল করছিল। পাশাপাশি বেপরোয়া বাইক চালিয়ে কিশোর গ্যাং সদস্যরা জনমনে আতঙ্ক তৈরি করছিল।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় অবৈধভাবে চলাচলকারী যানবাহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে ।

বাংলাদেশ সময়: ২৩:১২:১০   ২৯ বার পঠিত