বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

দেড় বছর পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেড় বছর পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



দেড় বছর পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। দেড় বছরের বেশি সময় পর বাহরাইনে রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার।

মানামার বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, গত ১৮ ফেব্রুয়ারি বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব নিয়েছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নতুন রাষ্ট্রদূতকে বরণ করে নিয়েছেন।

রাষ্ট্রদূত হওয়ার আগে রইস হাসান সরোয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থাসমূহের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি মালয়েশিয়াসহ বাংলাদেশের কয়েকটি দূতাবাসে কাজ করেছেন।

উল্লেখ্য, রইস হাসান সরোয়ার বাহরাইনে বাংলাদেশের ১৫তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ম্যানিলার বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:০১:১০   ১৪ বার পঠিত